banglanewspaper

ক্রিকেট দুনিয়ায় ‘লিটল মাস্টার’ খ্যাত শচীন টেন্ডুলকরের করোনা ধরা পড়েছিল গত ২৭ মার্চ। এরপর তিনি নিজ বাসায় থেকেই চিকিৎকের পরামর্শ নিচ্ছিলেন। এবার চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি।

শুক্রবার (২ এপ্রিল) নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে শচীন নিজেই এ কথা জানিয়েছেন। 

২২ গজের ‘বস’ সেখানে লিখেছেন- ‘আপনাদের ধন্যবাদ শুভেচ্ছা ও প্রার্থনা করে আমার পাশে থাকার জন্য। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়তি সতর্কতার জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আমি আশা করি, 
কয়েকদিনের মধ্যেই আবার বাড়িতে ফিরতে পারবো। প্রত্যেকে নিজের প্রতি যত্নবান হোন এবং সাবধানে থাকুন।’

একইসঙ্গে ভারতের সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে টুইটারে পৃথক বার্তায় শচীন লিখেছেন- ‘আমাদের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তিতে সমস্ত ভারতীয়দের এবং আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

ট্যাগ: bdnewshour24