banglanewspaper

সিলেটে সফররত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে সিলেটের তিন ল্যাবে নতুন করে আরও ১০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

৫ নারী ক্রিকেটার হলেন- লিয়া জন সিনালো জাফটা, জনস, নাবোলুমকো বেনেতি, মাতসিপি মারসিয়া লেটসালো এবং রবেইন সিয়ারলে।  

ডা. হিমাংশু বলেন, ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রমীলা ক্রিকেট দলের ৫ সদস্য রয়েছেন। 

ট্যাগ: bdnewsour24