banglanewspaper

বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। বুধবার (১৪ এপ্রিল) জো বাইডেনের অফিসাল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তাদের দুইজনের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া কমিউনিটির সকলকে এ শুভেচ্ছা জানান।

টুইট বার্তায় জো বাইডেন বলেন, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ এশিয়া কমিউনিটির প্রত্যেকে যারা বৈশাখী, নবরাত্রি, সংক্রান্তি এবং নতুন বর্ষ উদযাপন করছেন তাদের সকলকে আমার এবং জিলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। সকলকে বাংলা, কম্বোডিয়ান, লাও, বার্মিজ, নেপালি, সিংহলি, তামিল, থাই, বিজু নববর্ষের শুভেচ্ছা।

বৈশাখ মাসের প্রথম দিন বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। এই একই সময়ে দেশের আদিবাসী জনগোষ্ঠী বিজু, বৈশাবি উদযাপন করে। মিয়ানমার, কম্বোডিয়া, নেপাল, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের কমিউনিটি তাদের নিজ নিজ নববর্ষ উদযাপন করে এই সময়টাতে।

ট্যাগ: bdnewshour24