banglanewspaper

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোয় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধাজ্ঞাও আরও সাত দিন বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে এই  বিধিনিষেধের মধ্যেও প্রবাসী কর্মীদের জন্য ৫টি দেশে বিশেষ ফ্লাইট অব্যাহত থাকবে। সোমবার দুপুরে বেবিচকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ফ্লাইট চলাচলের চলমান নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত পরবর্তী সাতদিন সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে এই সময়ে অনুমতি নিয়ে কার্গো বিমান, বিশেষ ফ্লাইট  ও এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।

এছাড়া প্রবাসীদের আনা-নেয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানের বিশেষ ফ্লাইটগুলো আগের মতোই চলবে।

ট্যাগ: bdnewshour24