banglanewspaper

করোনা মহামারিতে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত তখন উন্মুক্ত স্থানে বাধ্যতামূলক মাস্ক পরার সিদ্ধান্ত বাতিল করেছে ইসরায়েল সরকার। একইসঙ্গে আগামী রবিবার থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। 

ইসরায়েল ইতোমধ্যে তাদের ৯৩ লাখ নাগরিকের ৫৪ শতাংশকে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেয়া শেষ করেছে। দেশটিতে নতুন করে সংক্রমণের হারও অনেকটাই কমে এসেছে। 

গেল বছর করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর ঘরের বাইরে বা খোলা স্থানে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ জারি করেছিল ইসরায়েল। নির্দেশনা বাস্তবায়নে মাঠে পুলিশও নামানো হয়েছিল। এবার উন্মুক্ত স্থানে বাধ্যতামূলক মাস্ক পরার সেই সিদ্ধান্ত তুলে নিলো দেশটির সরকার। 

তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অভ্যন্তরে জনসাধারণের চলাচল বা জমায়েত স্থানে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।

দেশটির কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা এরইমধ্যে ক্লাসে ফিরতে শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুলগুলোকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে উৎসাহ দিতে হবে। প্রতিটি শ্রেণিকক্ষে পর্যাপ্ত বাতাসের প্রবাহ ও সামাজিক দূরত্ববিধি নিশ্চিত করতে হবে।

ট্যাগ: bdnewshour24