banglanewspaper

কয়েকদিনের প্রচণ্ড গরমের পরে রাত ১০টা নাগাদ রাজধানীর উপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে আছে হালকা বৃষ্টি। এই বৃষ্টিতে তাপদাহ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল,  চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। শুক্রবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর  বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

ট্যাগ: bdnewshour24