banglanewspaper

ইন্দোনেশিয়া নৌবাহিনীর একটি সাবমেরিন অন্তত ৫৩ আরোহীসহ সাগরে হারিয়ে গেছে। কে আর আই নাংগালা- ৪০২ নামের সাবমেরিনটি দেশটির বালি দ্বীপের কাছে একটি মহড়ায় অংশ নিয়েছিল।

দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার (২১ এপ্রিল) সকালে বালি দ্বীপের অন্তত ৯৬ কিলোমিটার দূরে সাগরে সাবমেরিনটি নিখোঁজ হয়।

সাবমেরিনটি খুঁজে বের করতে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে বলে জানা গেছে। তবে দেশ দুটির প্রশাসন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিখোঁজ সাবমেরিনটি জার্মানির তৈরি বলে জানা গেছে।

ট্যাগ: bdnewshour24