banglanewspaper

ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। মানবিক ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। খবর বিভিন্ন সংবাদ মাধ্যম।

মঙ্গলবার ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত ‘তুমের’ অস্ত্র নির্মাণ কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে বলে নিজের টুইটার পেজে ভিডিও প্রকাশের মাধ্যমে জানিয়েছে ইসরাইলি সাংবাদিক এডি কোহেন।

স্থানীয়রা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখেছেন। 'তুমের' অস্ত্র নির্মাণ কারখানাটি ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত এবং সেখানে বেসামরিক জনবসতি রয়েছে।  

একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ। বিস্ফোরণটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তার পরিমাণ এখনও জানা যায়নি।

ট্যাগ: bdnewshour24