banglanewspaper

পথবাসী মানুষদের জন্য ঈদের খাদ্যসামগ্রী সেমাই ও চিনি বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)। 

মঙ্গলবার (১১ মে) রাজধানীর পল্টন-সেগুনবাগিচায় ঘুরে ঘুরে পথবাসী মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ করে সংগঠনের বন্ধুরা।

সেমাই-চিনি বিতরণকালে সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, ‘সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি-এনএফএস সমাজের অবহেলিত অধিকার বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বন্ধুত্বের শক্তিকে কাজে লাগিয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি আমরা।’তিনি আরও বলেন, ‘প্রতি বছর সংগঠনের বন্ধুরা পথবাসী মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন করে থাকে। সমাজের বিত্তশালীদের উচিত গরিব প্রতিবেশী ও পথবাসী মানুষের পাশে দাঁড়ানো। নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে দু’জন মানুষের পাশে দাঁড়ালে সমাজ আরও সুন্দর হবে।’ 

সেমাই-চিনি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফ আহমেদ সনি, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক অরন্য জিয়া, সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মাহিম, ক্রীড়া সম্পাদক শেখ মো. রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরীসহ অন্যরা।

ট্যাগ: bdnewshour24