banglanewspaper

সিঙ্গাপুর নতুন করে আরও ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ হাজার ৪১৯ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে। 

বুধবার (১২ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্ত ১৬ জনের মধ্যে ৬ জন বিদেশফেতর। বিদেশফেতররা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। অন্যদিকে বাকি ১০ জন কমিউনিটি থেকে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাতজনের চাঙ্গি এয়ারপোর্টে ে টার্মিনাল-৩ এর সঙ্গে লিঙ্ক রয়েছেন। 

চাঙ্গি এয়ারপোর্টের লিঙ্ক তেকে এখণ পর্যন্ত ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। তবে আজ ডরমিটরি থেকে কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি।

ট্যাগ: bdnewshour24