banglanewspaper

ভারতের পশ্চিম উপকূল আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় তকতের তাণ্ডবের সময় মুম্বাই শহরের উপকূলে ডুবে যাওয়া একটি বার্জের ২২ জনের দেহ উদ্ধার করল ভারতের নৌ বাহিনী। ঘটনায় ৫১ জন ওএনজিসি কর্মী এখনো নিখোঁজ। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এমনটিই বলা হয়েছে।

সোমবার সাইক্লোনের দাপটে ২৬১ জন যাত্রীসহ পি-৩০৫ নামে একটি বার্জ মুম্বাই উপকূল থেকে ৩৫ মাইল দূরে আরব সাগরে ডুবে যায়। তড়িঘড়ি আইএনএস কোচি, আইএনএস কলকাতাসহ একাধিক জাহাজকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভিডিও টুইট করা হয়। সেখানে বলা হয়, আইএনএস কোচি ১৮৮ জন আরোহীকে নিরাপদে ফিরিয়ে আনছে।

আজ বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মিশন আপাতত অনেকাংশে সফল। নৌজাহাজ বেতওয়া অ্যান্ড বিয়াস, তেগ এবং বিশেষ বিমান পি৮১ এয়ারক্রাফট ও সিলিং হেলিকপ্টার নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: দ্য ওয়াল।

ট্যাগ: bdnewshour24