banglanewspaper

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ এখনো আরও ২ জন নিখোঁজ রয়েছেন। নিহত শিশুর নাম তাহমিনা (৪)। শিশুটির বাড়ি শাহজাদপুর উপজেলায় হলেও বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি বলে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান।

মঙ্গলবার সন্ধ্যায় চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।


চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকালে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকা ঘাট হতে প্রায় ১৫-১৬ জন যাত্রী ও কাঁঠাল নিয়ে শাহজাদপুর উপজেলার বানতিয়ার ইউনিয়নে যাওয়ার পথে জনতা স্কুল সংলগ্ন জায়গায় শ্যালোইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়৷ এতে ৪ বছরের শিশু তাহমিনাসহ অন্তত ৩ জন নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা একটি নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে কয়েকজনকে উদ্ধারের পাশাপাশি নদী থেকে তাহমিনার মৃতদেহও উদ্ধার করেন তারা। খবর পেয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

তবে নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মাঝ নদীতে নৌকাটি ডুবে যাওয়ায় নৌকা ও নিখোঁজ দুইজনকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন বলেন, সন্ধ্যায় ছোট ট্রলার ডুবে দুইজন নিখোঁজ রয়েছেন ও এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

ট্যাগ: bdnewshour24