banglanewspaper

আসন্ন ঢাকা-১৪, সিলেট- ৩ কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৯৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রির শেষে এ তথ্য জানা গেছে। গত শুক্রবার থেকে ওই তিন আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

জানা গেছে, ঢাকা-১৪ আসনে ৩৪ জন, সিলেট-৩ আসনে ২৫ জন এবং কুমিল্লা-৫ আসনে সর্বোচ্চ-৩৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা গেলে আসনগুলো শূন্য হয়। ২৪ জুলাই এসব আসনে ভোট হবে।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা-১৪ আসনে প্রয়াত আসলামুল হকের মাকসুদ হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন-ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, মিনা মালেক, যুব মহিলা লীগ ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু, ফু-ওয়াং ফুডের ব্যবস্থাপনা সম্পাদক আরিফ আহমেদ চৌধুরী প্রমুখ।

সিলেট-৩ আসনের প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী ছাড়াও মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দীন সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ইহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমেদ প্রমুখ।

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন প্রয়াত আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু ও তার ছোটভাই আব্দুল মমিন ফেরদৌস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, সদস্য আবু ছালেক প্রমুখ।

শনিবার সকাল ১১ টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

ট্যাগ: bdnewshour24