banglanewspaper

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী নয়নতারা এবার সাতপাকে বাঁধা পড়ছেন। 

নির্মাতা বিগনেশ শিবানের সঙ্গে শিগগিরই গাঁটছড়া বাঁধবেন তামিল, তেলুগু ও মালয়লাম চলচ্চিত্রের এই লাস্যময়ী অভিনেত্রী। দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, নয়নতারার বাবার অসুস্থ। সেকারণে তিনি চাচ্ছেন, মেয়ে যেন দ্রুত বিয়েটা করে নেয়। 

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, নয়নতারার বাবা কুরিয়ান কোড়িয়াতু বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। কয়েকদিন তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। তখন প্রেমিক শিবানকে সঙ্গে নিয়ে বাবাকে দেখতে যান নয়নতারা। ওই সময়ই নাকি তাকে বিয়ে করার জন্য বলেছেন কোড়িয়াতু।

পাত্র-পাত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা না হলেও সূত্র বলছে, বাবার অসুস্থতার কথা মাথায় রেখেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নয়নতারা। ইতোমধ্যে নাকি বাগদানও সেরে ফেলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে শিবান একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, শিবানের বুকে মাথা ও হাত রেখে আছেন নয়নতারা। নায়িকার অনামিকা আঙুলে দেখা যাচ্ছে আংটি। এরপরই শিবারের সঙ্গে তার বিয়ের জোর আলোচনা উঠে।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ ছবিতে কাজ করতে গিয়ে শিবানের সঙ্গে সম্পর্কে জড়ান নয়নতারা। এরপর থেকেই তারা প্রকাশ্যে প্রেম করছেন।

ট্যাগ: bdnewshour24