banglanewspaper

বড় জয়ের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের এবারের মিশন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজ শুরুর আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদশে।

জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। 

এদিকে রুবেল হোসেন ছাড়া ওয়ানডে স্কোয়াডের বাকি খেলোয়াড়রা এরইমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন। 

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৭-১১ জুলাই টেস্ট; ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডে এবং ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।

ট্যাগ: bdnewshour24