banglanewspaper

পরপর দুই ম্যাচে টস হারের পর অবশেষে কয়েন ভাগ্য নিজের পক্ষে আনতে পারলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

আগের দুই ম্যাচে টস হেরে একবার আগে ব্যাটিং ও একবার আগে ফিল্ডিং করেছে টাইগাররা। তবে দুইটি ম্যাচই জিতেছে শেষ পর্যন্ত আজকের ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যই থাকবে বাংলাদেশের।

চলতি সিরিজে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এটি ২৮তম সিরিজ জয়। আজকের ম্যাচটি জিততে পারলে ১৫তম বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দেবে বাংলাদেশ।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ৭৭ ওয়ানডে খেলে বাংলাদেশের জয় ৪৯টিতে। এর মধ্যে দলটির বিপক্ষে টানা ১৮ ম্যাচ ধরে অপরাজিত বাংলাদেশ। আজকে জয় পেলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে জয়ের ফিফটি করে ফেলবে তামিম ইকবালের দল।

ওয়ানডে সুপার লিগে পঞ্চাশ পয়েন্ট নিয়ে চলতি সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ। পরপর দুই ম্যাচ জিতে এখন পয়েন্ট সংখ্যা বেড়ে হয়েছে ৭০, অবস্থান দ্বিতীয়। আজ শেষ ম্যাচ জিতলে ৮০ পয়েন্ট নিজেদের দ্বিতীয় স্থান আরও সুসংহত করবে টাইগাররা।

ট্যাগ: bdnewshour24