banglanewspaper

ঈদুল-আজহা ও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিন বন্ধের পর আগামীকাল রবিবার থেকে খুলছে দেশের দুই পুঁজিবাজার। করোনাভাইরাস মোকাবেলায় সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও রবিবার থেকে লেনদেন চলবে পুঁজিবাজারে। তবে এই লেনদেন হবে বেলা ১টা পর্যন্ত।

করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে রবিবার থেকে ব্যাংকে লেনদেন হবে বেলা দেড়টা পর্যন্ত। ব্যাংক লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় কমানো হয়েছে। এর সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে লেনদেন হবে বেলা ১টা পর্যন্ত।

পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন। অন্যদিকে লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ বেলা ১টা থেকে বেলা ১ টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।

ট্যাগ: bdnewshour24