banglanewspaper

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ৩ আগস্ট এই সিরিজ শুরু হয়ে শেষ হবে ৯ আগস্ট। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

গতকালই (রবিবার) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে তিনটি সিরিজ খেলে বাংলাদেশ তিনটি সিরিজই জিতেছে। টেস্ট ও ওয়ানডে সিরিজের সব ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ বাংলাদেশ হেরে যায়। যার কারণে তিনটি সিরিজ জিতলেও শতভাগ জয় নিয়ে ফেরা হয়নি টাইগারদের।


আগামী ২৯ জুলাই দেশে ফেরার কথা সাকিব-রিয়াদদের। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছে যাবেন ক্রিকেটাররা। কারণ করোনার এই সময়ে সুরক্ষাবলয় ভাঙার কোনো সুযোগ নেই সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট কারো।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সূচি

১ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট, ২০২১

২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট, ২০২১

৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট, ২০২১

৪র্থ টি-টোয়েন্টি- ৭ আগস্ট, ২০২১

৫ম টি-টোয়েন্টি- ৯ আগস্ট, ২০২১

ট্যাগ: bdnewshour24