banglanewspaper

নিউজিল্যান্ডের বিপক্ষে এখনও টি-টোয়েন্টিতে জয় পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া সিরিজের শুধু প্রথম জয় নয় বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকা জয়ের ক্ষুধাটাও বজায় রেখে তারা জিততে চান সিরিজও।

ঘরের মাঠে বরাবরের মতো এবারও শক্তিশালী বাংলাদেশ দল। তার ওপর রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের তরতাজা আত্মবিশ্বাস। তবে জয়ের ধারায় থাকা টাইগাররা কিউইদের বিপক্ষেও শৃঙ্খলিত ক্রিকেট খেলুক এবং জয়ের জন্য ক্ষুধার্ত মনোভাবটা বজায় রাখুক, এমনটি চান অধিনায়ক মাহমুদউল্লাহ।


আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওরা (নিউজিল্যান্ড) যে দলই নিয়ে এসেছে তা ভালো দল। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে দলটি সুশৃঙ্খল। আমাদের প্রথম বল থেকেই ভালো খেলার মানসিকতা রাখতে হবে, যা অস্ট্রেলিয়া সিরিজে ছিল। যে ক্ষুধার্ত মনোভাব ছিল, তা ধরে রেখে ম্যাচগুলো খেলা উচিত।’

নিজেদের ফেভারিট মানতে নারাজ টাইগার অধিনায়ক সমীহ করছেন দ্বিতীয় সারির বনে যাওয়া কিউই দলকে। জয়ের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ দলটিকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড খুব ভালো হোমওয়ার্ক করে। যে পরিকল্পনা করে সেই পরিকল্পনাতেই সবসময় ঠিক থাকার চেষ্টা করে। ওদের সঙ্গে আমাদের ভালো খেলতে হলে শৃঙ্খলিত ক্রিকেট খেলতে হবে।’

কিউইদের বিপক্ষে সিরিজ জয়ে চোখ রাখছেন টাইগার অধিনায়ক।
কিউইদের বিপক্ষে সিরিজ জয়ে চোখ রাখছেন টাইগার অধিনায়ক।

এদিকে অস্ট্রেলিয়া মাসখানেক আগে যেমন উইকেট পেয়েছে তেমন উইকেটের জন্যই প্রস্তুতি নিয়েছেন কিউইরা। অনভিজ্ঞ দলকে নিয়েও তারা জিততে চান সিরিজ। কিউইদের অধিনায়কের ভাষ্য, ‘বেশিরভাগ ছেলেরা নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছে কিন্তু সম্ভবত তারা যতটা চায় ততটা নয়। ক্রিকেটের এমন একটি দলের সঙ্গে থেকে আমাদের সেখান থেকে উপভোগ করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে এই কন্ডিশনে আমরা সফল হব। সিরিজ জেতা আমাদের মূল লক্ষ্য।’

আগামীকাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

ক্রিকেটের এই সংস্করণে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেললেও নিউজিল্যান্ডকে হারাতে পারেননি বাংলাদেশ। এবার প্রথম জয়ের পাশাপাশি সিরিজ জিতে নেওয়ারও অনেক বড় উপলক্ষ টাইগারদের সামনে। ঘরের মাঠে তারা যে খুব ভালো দল সেটা সিরিজ জিতে আরেকবার প্রমাণ করতে চান মাহমুদউল্লাহ। তবে সিরিজ জয়ের আগে এখন আপাতত অপেক্ষা কিউইদের বিপক্ষে প্রথম জয়ের!

ট্যাগ: bdnewshour24