banglanewspaper

সাবেক উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৩৮ জনের নিয়োগসংক্রান্ত আদেশটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি ২০১৭ সালের শিক্ষক নিয়োগ নীতিমালার কার্যকারিতাও স্থগিত করা হয়েছে।

সোমবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। তিনি আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন।

এর আগে গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধভাবে নিয়োগ প্রদানের বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন এই রিট করেন। শিক্ষাসচিব, ইউজিসির চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, রাবির ভিসি, রেজিস্টার এবং সাবেক ভিসি সোবহানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ট্যাগ: bdnewshour24