banglanewspaper

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার বিধান কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই আদেশ শুধু ১৪তম নিবন্ধনে উত্তীর্ণ ছয়জন আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য।

আগামী চার সপ্তাহের মধ্যে এনটিআরসির সনদ দেওয়া পরীক্ষা কমিটির সদস্য (যুগ্ম সচিব মানের) দুজন শিক্ষা ক্যাডারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর এই আদেশ দেন। তবে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আদেশের লিখিত কপি প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট মিরপুরের অলিউল ইসলামসহ মোট ছয়জন এই রিট আবেদনটি দায়ের করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। আদেশের বিষয়টি তিনি নিজেই ঢাকা টাইমসকে জানিয়েছেন। আবেদনকারীদের প্রত্যেকের বয়স ৩৫ পার হয়েছে বলে জানান আইনজীবী।

ট্যাগ: হাইকোর্ট