banglanewspaper

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও ১৮ কোটি ডলার দেয়ার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে একথা জানিয়েছে। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ঢল নামার পর থেকেই আর্থিক সাহায্য দিয়ে আসছে দেশটি।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালের আগস্টের শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার

পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠানো হয়েছে। এগুলো শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগে সাড়া, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ নানা ক্ষেত্রে দেওয়া হচ্ছে।

মিয়ানমারের বাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূলসহ অন্যান্য ভয়াবহ নৃশংসতা চালায়। দমনপীড়নের মুখে ২০১৭ সালের আগস্টে লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়।

ট্যাগ: রোহিঙ্গা