banglanewspaper

আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পরিবর্তন করছে তালেবান। আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে এএনআই।

শনিবার (২৫ সেপ্টেম্বর) তালেবানের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে 'ইসলামিক এমিরেট অব আফগানিস্তান' লেখার সম্ভাবনা আছে। 

তবে আফগানিস্তানের আগের সরকারের দেওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট এখনই অবৈধ করা হচ্ছে না। আগের সরকারের নথিপত্রও (ডকুমেন্ট) বৈধ বলে বিবেচিত হবে।

এর আগে কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগানিস্তানের নাম পরিবর্তন করে নতুন নাম ইসলামিক এমিরেট অব আফগানিস্তান রাখে তালেবান।

ট্যাগ: পাসপোর্ট