banglanewspaper

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথমবারের মতো এসএমই প্ল্যাটফর্মে লেনদেন চালু হয়েছে।

বৃহস্পতিবার ছয় কোম্পানি নিয়ে চালু হয়েছে এই প্ল্যাটফর্ম। এর মধ্য দিয়ে এক নতুন যাত্রা শুরু করলো ডিএসই।

সকাল ১০টায় কোম্পানিগুলোর লেনদেন ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে শুরু হয়। ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো, মাস্টার ফিড এগ্রোটেক, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, ওটিসি ফেরত অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি ও বেঙ্গল বিস্কুট।

তথ্য মতে, মাস্টার ফিড এগ্রোটেকের লেনদেন শুরু হয়েছে ১২টাকায়, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয়েছে ১২টাকায়, ওটিসি ফেরত অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলসের লেনদেন শুরু হয়েছে ১৪.৪০ টাকায়, ওয়ান্ডারল্যান্ড টয়েসের লেনদেন শুরু হয়েছে ১৯.৯০ টাকায় ও বেঙ্গল বিস্কুটের লেনদেন শুরু হয়েছে ২১৩.৩০ টাকায়। তবে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত হিমাদ্রির কোনো লেনদেন হয়নি। কোম্পানিটির এডজাস্টমেন্ট ওপেনিং প্রাইজ দেওয়া রয়েছে আট টাকা।

২০১৯ সালের ৩০ এপ্রিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পুঁজিবাজার থেকে টাকা দিতে এই এসএমই প্লাটফর্ম চালু করে ডিএসই। সেই সময় ডিএসইর এসএমই প্লাটফর্ম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর লেনদেন শুরু হয়েছে।

তবে চলতি বছরের গত ১০ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিয়ালকো অ্যালয় সিএসই’র এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে।

ট্যাগ: ডিএসই